MODEL ACTIVITY TASK FOR CLASS V TO VIII.

MODEL ACTIVITY TASK FOR CLASS V TO VIII.

আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভাল আছ।

করোনার জন্য স্কুল বন্ধ কিন্ত তোমাদের জন্য হোম টাস্ক আছে নিচের ওয়েবসাইটে।

https://banglarshiksha.gov.in/

ওয়েবসাইট থেকে নিচের তথ্যগুলি তুলে দিলাম।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সাধারণ নির্দেশিকা  (V to VIII)

    • ১। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে।
    • ২। প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে।
    • ৩। বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
    • ৪। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষকদের সহায়তা নিতে পারো।
    • ৫। প্রয়োজনে বিদ্যালয় শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে ফোন, sms ইমেইল ইত্যাদি মাধ্যমে নিজ স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন।
    • ৬। ঘরে বসে খাতায় উত্তর তৈরি করো।

ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোন অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

এডুকেশন হেল্পলাইন ( ১৮০০ ১০২ ৮০১৪)

FOR CLASSES IX AND X: 

তোমাদের জন্য 7.4.2020 থেকে 13.4.2020 পর্যন্ত এবিপি আনন্দ চ্যানেলে বিকেল 3 টে থেকে বিভিন্ন বিষয় পড়ানো হবে। তোমরা বাড়িতে থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর আয়োজিত এই পড়াশোনার আসরে যোগ দিও। 

ভালো থেকো তোমরা সবাই।

প্রধান শিক্ষিকা, কোদালিয়া গার্লস হাই স্কুল।